আইকোনিক ফোকাস ডেস্কঃ অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনার কাছে আম কেবল একটা ফল নয়, আমের সঙ্গে জড়িয়ে আছে তার গভীর আবেগ। আম ছাড়া ভাবনার চলেই না। আম নিয়ে ভাবনার মজার স্মৃতির কথা জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, আমি খুব ছোট্টবেলা থেকেই আমের পাগল। আমার আম্মু আমাকে ফিডারে করে আমের জুস খাওয়াত।
ভাবনাদের বাসায় সারা বছর চলে আম। কাঁচা আম কেটে বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেন। আর সারা বছর আম দিয়ে টক ডাল খান। মায়ের হাতের আমসত্ত্ব খুবই পছন্দ এই অভিনেত্রীর।
নায়িকাদের খাওয়াদাওয়ায় অনেক কিছু মেনে চলতে হয়।তিনি বলেন, সারা দিন ডায়েট করি। কঠিন ডায়েট। আর রাতে চারটা আম খেয়ে ফেলি। কী লাভ হলো! আমের সময় আম না খেয়ে থাকতে পারি না। সারা বছর কেন আম পাওয়া যায় না, এই নিয়ে আমার ব্যক্তিগত দুঃখ আছে। আমি বছরের ৩৬৫ দিনই আম খেতে চাই।
ভাবনাদের ছাদে একটি আমগাছ আছে। গাছটিতে এবারই প্রথম আম ধরল। সেই আম নাকি খেতে খুবই সুস্বাদু। ভাবনা বলেন, মা গাছের আম খাওয়ার জন্য সাধছিল। সেই আম খেয়ে আমার মনে হলো, এটাই এ বছর আমার খাওয়া সেরা আম। খুব মিষ্টি আর সুস্বাদু। আমেই তাঁর সবচেয়ে প্রিয় ফল।