আইকোনিক ফোকাস ডেস্কঃ পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৬ জুন) সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু।
দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের একটি কেন্দ্র হিসাবে বরাবরই মাওয়া ঘাট দিয়ে যাত্রীরা চলাফেরা করতেন। তবে পদ্মা সেতুর কারণে পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে জায়গাটি। ইতোমধ্যে অনেকেই পদ্মা সেতু দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন।
লাল-সোনালি জামদানি শাড়ি পরে পদ্মা সেতুতে গিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। রোববার (১২ জুন) গায়িকার ভেরিফায়েড ফেসবুক পেজে সেখানে তোলা দুটি ছবি পোস্ট করেছেন। যার একটিতে পদ্মা সেতুর নিচে দাঁড়ানো, অন্যটিতে পদ্মা সেতুর ওপরে দু’হাত মেলে দাঁড়ানো।
পদ্মা সেতুর নিচে দাঁড়িয়ে তোলা ছবির ক্যাপশনে কনা লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু’। আর ওপরে তোলা ছবির ক্যাপশনে লেখা, ‘আমি উড়ে যেতে চাই ডানা মেলে! আমাদের পদ্মা সেতু।