আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সাফল্যের চূড়ায় এসে অতীত থেকে আজও শিক্ষা নেন।অভাব-অনটনের দিনগুলো ভুলতে পারেনি।বাবা-মা ঋণে জর্জরিত। চার ভাইবোনে স্কুলের বেতন দিতে পারছিলেন না। তাদের মধ্যে সবচেয়ে বড় আমির খান।
ছোটবেলাটা অভাব অনটনেই কেটেছে এ বলিউড সুপারস্টারের।তিনি এখনও ভোলেননি সেসব দিনের কথা।খবর আনন্দবাজার পত্রিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিরে দেখলেন নিজের শিকড়। জানালেন, স্কুলে যেতেই ভয় লাগত। অধ্যক্ষ সবার সামনে নাম ধরে ডেকে মনে করিয়ে দিতেন কত মাসের স্কুল ফি বাকি!
এখনকার সময়ে দাঁড়িয়ে সেই অর্থ সামান্য মনে হতে পারে, কিন্তু তখন সেটুকু জোগাড় করতেই কালঘাম ছুটেছিল চলচ্চিত্র প্রযোজক তাহির হুসেন এবং তার স্ত্রী জিনাত হুসেনের।
তাদেরই ছেলে আমির জানান, ৮ বছর ধরে পারিবারিক দৈন্যের মুখোমুখি হয়েছেন। ষষ্ঠ শ্রেণিতে পড়তেন যখন, মাইনে ছিল ৬টাকা। সপ্তম শ্রেণিতে ৭টাকা। সেটুকুও আমির ও তার ভাইবোনেরা দিতে পারতেন না। আমির বলেন, আমরা সব সময় দেরিতে মাইনে দিতাম। সবার সামনে নাম ধরে ধরে ডাকা হত আমাদের- বলতে বলতে চোখ ভিজে যায় আমিরের।