আইকোনিক ফোকাস ডেস্কঃ তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে তার ‘শনিবার বিকেল’ সিনেমাটি। সম্প্রতি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেন নির্মাতা। এরপরই অন্যান্য নির্মাতা ও অভিনয়শিল্পীরা সিনেমাটির মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। সেই ধারাবাহিকতায় ফারুকী শুক্রবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন একটি স্ট্যটাস দিয়েছেন।
স্ট্যাটাসটিতে তিনি লেখেন, আপনারা দেখছেন আমি কতটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়ে কনফ্লিক্ট এড়িয়ে গেছি। কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম। আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রণ করতে পারলাম না!
হোলি আর্টিজানের ওপর নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে, সে তার ছবিটা শেষ করে মুক্তি দিতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন।