আইকোনিক ফোকাস ডেস্কঃ অভিনেত্রী কোয়েনা মিত্র। ‘রোড’ সিনেমার ‘খুল্লাম খুল্লা’ গানের মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন। এরপর ‘হেয় বেবি’, ‘আপনা স্বাপ্না মানি মানি’, ‘মুসাফির’সহ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে।
‘সাকি সাকি’ গানখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম এখানকার নিয়ম-কানুন জানতাম না। প্রকাশ্যে সার্জারির কথা বলা যাবে না তা জানা ছিল না। কেউ একজন আমাকে জিজ্ঞেস করায় আমি বলেছিলাম, হ্যাঁ সার্জারি করিয়েছি। এরপর সবাই আমার পিছে লাগে। সার্জারির জন্য টানা তিন বছর নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। এর কারণে ইন্ডাস্ট্রির অনেকেই আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এর প্রভাব আমার কাজেও পড়েছে।
তবে প্লাস্টিক সার্জারি করানো নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘প্লাস্টিক সার্জারি নিয়ে আমার কোনো অনুশোচনা ছিল না এবং হবেও না। যা করেছি, আমারই সিদ্ধান্ত ছিল। আমি বুঝতে পারিনি, এটি নিয়ে অন্যদের সমস্যা কী? আমার মুখ, আমার জীবন, আমি যা খুশি করব, এতে অন্যের কী?’