আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। পর্দা ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনার তুঙ্গে তিনি। শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘মুখোশ’। সিনেমা মুক্তির আগমুহূর্তে বেশ নার্ভাস পরীমণি।
তিনি বলেন, ‘আমার প্রতিটি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। ‘মুখোশ’র বেলায়ও তাই মনে হচ্ছে। টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! পরিচালক শুভ ভাইয়ের প্রথম সিনেমা, তিনি দারুণ কাজ করেছেন। আশা করছি, এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
ইফতেখার শুভ পরিচালিত ও ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির আগে গেল বুধবার (২ মার্চ) রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘মুখোশ’- এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। পরিচালকের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা পরীমণি, চিত্রনায়ক রোশানসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।