আইকোনিক ফোকাস ডেস্কঃ গত বছরের ২ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল একটি প্রমোদতরিতে পার্টি করার সময় শাহরুখপুত্র আরিয়ান খানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় এক মাস কারাবন্দি থাকার পর কয়েক দফা শুনানি শেষে আরিয়ানের জামিন মঞ্জুর করেন আদালত। তবে কারামুক্ত হলেও আরিয়ানকে বেশ কিছু শর্ত মেনে চলতে হয়েছে।
চলতি বছরের ২৮ মে উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে মাদককাণ্ডে আরিয়ান খানকে বেকসুর খালাস দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আলোচিত এই মামলার চার্জশিট থেকে শাহরুখপুত্রের নাম বাদ দিয়ে আদালতে জমা দিয়েছে সংস্থাটি। চার্জশিটে বলা হয়েছে, আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমের কাছে পাঠানো এনসিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জশিটে ১৪ জনের নাম উল্লেখ করেছে সংস্থাটি। সেখানে আরিয়ান খানের নাম নেই। আরিয়ান ও মোহক ব্যতীত অন্য অভিযুক্তদের কাছে মাদক পাওয়া গেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
এর আগে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) মামলাটির তদন্ত করে, তাদের তদন্ত ছিল উদ্দেশ্যপ্রণোদিত- নতুন চার্জশিটে এমনটিই উল্লেখ করেছে এনসিবি।