আজ থেকে আমাকে আমার পরিবর্তন করতে হবেঃ অনন্ত জলিল

আইকোনিক ফোকাস ডেস্কঃ ১০০ কোটি নয় ‘দিন: দ্য ডে’র বাজেট ৪ কোটি ৭৪ লাখ; ইরানি নির্মাতা ও এই সিনেমার সহপ্রযোজক মোর্তেজা অতাশ জমজমের এমন তথ্যে তীব্র সমালোচনার মুখে পড়েন অনন্ত জলিল। অবশেষে তিনি মুখ খুলেছেন।

কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ‘দিন: দ্য ডে’র বাজেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মিস্টার মোর্তেজা অতাশ জমজম বাংলায় একটি এগ্রিমেন্ট পোস্ট করেন। যাতে দেখানো হয়েছে, তাকে আমার ৪-৫ লাখ ডলার দেওয়ার কথা; তা থেকেই আপনারা নিউজ করে যাচ্ছেন মুভিটির বাজেট ৪ কোটি টাকা। আপনাদের কোনো যাচাইয়ের সময় নেই। কে কতটুকু আলোচনা-সমালোচনা করতে পারেন, সেটা নিয়ে প্রতিযোগিতা লেগে গেছে। এ কারণেই আমি কয়েকদিন চুপ ছিলাম।

আসলে দেশের জন্য আমার এতকিছু করার কারণটাই কি? যে কোনো জায়গায় দুর্যোগ হলে অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়ে। একটা গরিব মানুষের জন্য অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়বে। মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বাংলাদেশে আমার জন্য কে ঝাঁপিয়ে পড়লো?

আমি একটা ফ্যান ক্লাব করেছি। যাদেরকে ঈদের সময় ২৫ লাখ টাকা দিয়েছি। কিছুদিন আগে সিলেটেও ৩০ লাখ টাকা দিয়ে সাহায্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা দিয়েছি। এই কয়েকদিন আমি চুপ ছিলাম, দেখছিলাম তারা কি আমার জন্য কোন আন্দোলন করেন কিনা। কিন্তু তেমন কিছুই হয়নি। আপনারা আমাকে সিনেমার স্টারই বানিয়ে দিলেন। ব্যক্তি অনন্ত জলিল যে একজন ভালো মানুষ সেটা আপনারা অনুভব করেননি। আজ থেকে আমাকে আমার পরিবর্তন করতে হবে।

Leave a Reply

Translate »