আইকোনিক ফোকাস ডেস্কঃ আমার ভাঙা তরী ছেঁড়া পাল/চলবে আর কত কাল/ভাবি শুধু একা বসিয়া…রে দয়াল’ এমনই কথায় কিশোর পলাশ ওরফে গামছা পলাশের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার এই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বাউলের ছদ্মবেশে থাকা ‘সিরিয়াল কিলার’ হেলাল।
বছরের পর বছর দেশের বিভিন্ন মাজারে ও রেলস্টেশনে বাউল ছদ্মবেশে ঘুরে বেড়িয়েছেন দুর্ধর্ষ ফেরারি এই আসামি। অবশেষে কিশোর পলাশের গানের মিউজিক ভিডিওর বদৌলতে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ‘সিরিয়াল কিলার’ হেলালকে গ্রেপ্তার করে তার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব।
‘ভাঙা তরী ছেঁড়া পাল’ এই গানের ভিডিও শুটিং করার জন্য লোকেশন ও মডেল খুঁজছিলাম। এক পর্যায়ে আমরা গানের দৃশ্যধারণের জন্য নারায়ণগঞ্জ রেলস্টেশনে যাই। সেখানেই হেলালের সঙ্গে প্রথম পরিচয়। তাকে সাধু বা বাউল টাইপের একজন বলে মনে হচ্ছিল। গানের সিকোয়েন্সের সঙ্গে মিল থাকায় তাকে আমরা মডেল হওয়ার জন্য অনুরোধ করি। তাকে দেখে বোঝাই যায়নি, সে সিরিয়াল কিলার! শুটিং শেষে আমরা তাকে হাজারখানেক টাকা সম্মানি দিয়েছিলাম।
তিনি আরও বলেন, ‘আমরা যদি জানতাম সে সিরিয়াল কিলার, তাহলে তার সঙ্গে কাজই করতাম না। এখন চিন্তা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আবার ডাকে কি না!