আইকোনিক ফোকাস ডেস্কঃ আগামীকাল (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন। ৫৬ পেরিয়ে ৫৭-তে পা রাখবেন ডন, কিং খান, প্রেম কিংবা রোমান্সের এই বাদশা। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।






প্রতি বছর প্রিয় তারকার বিশেষ দিনটিতে তাকে এক নজর দেখার জন্য মান্নাত-এর সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে তাদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ।






রাত পেরুলেই সেই দিন। প্রতিবারের মতো এবারও কি বারান্দায় এসে চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়বেন কিং খান? এই অভিনেতার ঘনিষ্ঠ একজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি। এমনকি আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়াভাবেই।






এদিকে করোনার কারণে গত বছর ভক্তরা শাহরুখের জন্মদিন পালন করেছেন অনলাইনে। পরিবার নিয়ে দুবাইয়ে থাকায় মান্নাতের সামনে ভক্তদের ভালোবাসায় সিক্ত না হলেও দূরত্ব বজায় রেখেই বিশেষ দিনটি উদযাপন করেন বলিউড বাদশা।