আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে করা এই মামলার প্রতিবাদে সরব হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (২০ আগস্ট) মধ্যরাতে একজন আন্টির বাসায় বেড়াতে যান তিনি। সেই আন্টি তার বাসায় একটি ময়না পাখি পালন করেন। সেখান থেকে ফেসবুক লাইভে মাহি জানান, ‘আমি এক আন্টির বাসায় বেড়াতে এসেছি। তার বাসায় এই পাখিটা আছে। এটা একটা ময়না পাখি। ও (পাখি) এখনও কথা বলতে শেখেনি, খুব ছোট। তাহলে কি এই আন্টির নামে ২০ কোটি টাকার মামলা হবে। কারণ, আন্টি এই ময়না পাখিটা পালন করে।’
নায়িকার ভাষ্য, ‘ঢাকা শহরে ও গ্রামে-গঞ্জে এমন কোটি কোটি বাসা আছে, যেখানে ময়না পাখি ও বিভিন্ন পশু-প্রাণী পালন করা হয়। যদি সবার নামে মামলা না হয়, তাহলে কেন ‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
শঙ্কা প্রকাশ করে মাহি বলেন, ‘আমি জানি না, এই আইনে কি আছে। আইনে যদি এমন কিছু থাকে, তাহলে আমি রিকুয়েস্ট করছি, প্লিজ এই আইনটা একটু চেঞ্জ করা দরকার। কারণ, এ রকম অনেক সিনেমা আছে, যেখানে আমরা পাখি খাঁচায় দেখিয়েছি। তাহলে কি সেই সিনেমার বিরুদ্ধেও মামলা হবে, এটা তো একটা টেনশনের বিষয়।