আইকোনিক ফোকাস ডেস্কঃঅস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন গত ৪ মার্চ থাইল্যান্ডের দ্বীপ কোহ সামুইয়ের একটা লাক্সারি রিসোর্টে আকস্মিক হার্ট অ্যাটাক করেন।
সম্প্রতি অজি এই কিংবদন্তির অসাধারণ এক সেবার কথা প্রকাশ করেছে ব্লুমবার্গ, এপি ও অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নাইন নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
যে প্রতিবেদনে প্রকাশ হয়েছে এই কিংবদন্তি নিজের অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠানে স্যানিটাইজার বানাতেন।
এছাড়াও স্যানিটাইজার হাসপাতালেও পৌঁছে দিত তার প্রতিষ্ঠান।অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ওয়ার্নের অ্যালকোহল উৎপাদনের কারখানা রয়েছে।
নিজের টেস্ট ক্যারিয়ারে শিকার করা ‘৭০৮’ উইকেটের সঙ্গে মিল রেখে সে প্রতিষ্ঠানের নাম ছিল সেভেন জিরো এইট জিন’।
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ আঘাত হানার পর বিপর্যস্ত অস্ট্রেলিয়ানদের পাশে দাড়িয়েছিলেন ওয়ার্ন। সে সময় অস্ট্রেলিয়ার এই মহাতারকা করোনাকালে নিজের কারখানায় অ্যালকোহল বানানো বন্ধ করে স্যানিটাইজার উৎপাদন করেন।
অজি স্পিন কিংবদন্তি ওই সময় বলেছিলেন, ‘বর্তমান সময়টা আমাদের জন্য খুবই কঠিন। এই সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়তে, মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যে যেভাবে পারি সাহায্য করা উচিত আমাদের।
আমার খুব খুশি লাগছে যে, এই কাজটা (স্যানিটাইজার তৈর) সেভেন জিরো এইট করতে পেরেছে। অন্যদেরও অনুরোধ করছি, সম্ভব হলে এমন কিছু করার।থাইল্যান্ডে মৃত্যুবরণ করা ওয়ার্নের
মৃতদেহ ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই কিংবদন্তির শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।