আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউড সিনেমায় অভিনয় করে ‘শাহেনশাহ’ খেতাব পেয়েছেন। ভারতীয় সিনেমাপাড়ার সবাই তাকে চেনেন ‘বিগ বি’ বলে। তিনি অমিতাভ বচ্চন। অর্থ, খ্যাতি ও ভালোবাসা কোনোকিছুর অভাব নেই তার। তবুও কেন সম্পদ নিলামে তুলছেন এই অভিনেতা?
অমিতাভের থেকে পাওয়া যেকোনো কিছুই অনুরাগীদের কাছে এক প্রকারের উপহার। আর তাই নিজের সম্পদ অনুরাগীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার এবং নিজের রেকর্ড করা কবিতা নিলাম করবেন বিগ বি। তবে সরাসরি সেগুলো পাবেন না ক্রেতারা। নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-এর শর্তে কিনতে হবে শাহেনশাহ’র সম্পদ। এই নিলাম হচ্ছে আজই (১ নভেম্বর)।
জানা গেছে, অমিতাভের ‘শোলে’ ছবির এনএফটি অর্থাৎ পোস্টারসহ অন্য জিনিসগুলোর দাম সাড়ে ৯ হাজার ডলার। এ ছাড়াও এই নিলামে এক প্রকার ‘লুট বক্স’ থাকবে। সেটির দাম ১০ ডলার। যারা এগুলো কিনবেন, তারা প্রত্যেকেই অমিতাভের পক্ষ থেকে উপহার পাবেন।