অমিতাভকে নিয়ে ইয়ার্কি, মাঝপথে শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক

বচ্চন পরিবার বরাবরই কোনো না কোনো কারণে চর্চায় থাকে। গত কয়েকমাস অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ জল্পনায় নিয়ে চর্চার বিষয়টি আরও বেড়েছে বলা চলে। এবার অভিষেক বচ্চনের পুরোনো একটি ভিডিও নিয়ে চলছে জোর চর্চা। যেখানে তাকে হঠাৎই একটি কমেডি শো থেকে বেরিয়ে যেতে দেখা যায়। 

অমিতাভ বচ্চনকে নিয়ে ইয়ার্কি মেনে নিতে না পেরেই নাকি শো ছেড়েছিলেন জুনিয়র বচ্চন। ভিডিওটি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে কী এমন বলা হয়েছিল শোয়ে? যে কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি?

ঘটনাটি ২০২২ সালের। সেই সময় অভিষেক বচ্চন অংশ নিয়েছিলেন রীতেশ দেশমুখের কমেডি শো ‘কেস তো বানতা হ্যায়’ নামক একটি অনুষ্ঠানে। সেই শোয়ে কৌতুক অভিনেতা পরিতোষ ত্রিপাঠীও ছিলেন। যিনি সমস্ত সেলিব্রিটিদের ট্রোল করেন বলে পরিচিত। সেদিন অমিতাভ বচ্চনকে নিয়ে এমন মজা-ঠাট্টা করেছিলেন ওই ব্যক্তি যা সম্ভবত মেনে নিতে পারেননি অভিষেক। অভিনেতার চোখে-মুখ দেখে অনেকেরই মনে হয় তিনি হয়ত রেগে গিয়েছেন।

অনুষ্ঠানের মাঝে পরিতোষ যেভাবে ঠাট্টা-ইয়ার্কি করছিলেন, তাতে রেগে যান অভিষেক। এমনকি অভিনেতাকে বলতেও শোনা যায়, তার বাবাকে নিয়ে এমন রসিকতা করা উচিত নয়। 

অভিনেতার কথায়, ‘কমেডি ঠিক আছে, কিন্তু তাই বলে বাবা-মাকে নিয়ে এমন মজা করা উচিত নয়। এটা আমার একদম ভালোলাগে না। আমাদের কিছু সম্মান বজায় রাখা উচিত গুরুজনদের প্রতি। কমেডিরও একটা সীমা রয়েছে। আমাদের কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়।’

অভিষেক এতটাই রেগে যান যে তিনি মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেট থেকে বেরিয়েও যান। যা দেখে খানিক থমকে যান রীতেশ ও পরিতোষ। তারা ভাবতেই পারেননি এতটা সিরিয়াস হয়ে যাবেন অভিষেক। কৌতুক অভিনেতা পরিতোষকে তখন উদ্বিগ্ন হয়ে পড়তে দেখা যায়। তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে তার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়।

প্রথমদিকে বিষয়টিকে খুব সিরিয়াস মনে হলেও, কিছুক্ষণ পর অভিষেক ফিরে এসে হাসতে হাসতে সবাইকে জানান যে এটা একেবারেই রসিকতা। 

এরপর পরিতোষকে জড়িয়ে ধরে বলেন, ট্রোল করায় এখন আমি তোমার বস, এভাবেই আমিও মজা করি। যা শুনে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেন রীতেশ ও পরিতোষ। এবং মুহূর্তে ফিরে আসে হাসি-আনন্দের পরিবেশ।

Leave a Reply

Translate »