আইকোনিক ফোকাস ডেস্কঃ কারচুপি করে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া, এমনটাই অভিযোগ করলেন সাবেক সুন্দরী ও বর্তমানে জনপ্রিয় ইউটিউবার লেইলানি ম্যাকোনে। ২০০০ সালে প্রিয়াঙ্কার সৌন্দর্য প্রতিযোগিতা জয়ের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন এই সাবেক সুন্দরী।
সম্প্রতি ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় মিস টেক্সাস আর’বনি গ্যাব্রিয়েলের জয়কে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সাবেক অনেক সুন্দরী ও প্রতিযোগীদের মতে, ‘পক্ষপাতিত্ব’ করে জেতানো হয়েছে মিস টেক্সাসকে।
প্রতিযোগিতার আয়োজক ও স্পন্সরদের উপরে আঙুল তুলছেন অনেকেই। এদিকে চলমান বিতর্কের মধ্যেই মুখ খুললেন আরেক সাবেক সুন্দরী ও প্রাক্তন মিস বার্বাডোজ লেইলানি। পক্ষপাতিত্বের বিষয়টিকে তিনিও সমর্থন করে দাবি করেছেন, ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় কারচুপি করা হয়েছে এবং আয়োজক ও স্পন্সরদের পক্ষপাতিত্বের কারণে মিস টেক্সাস জয় পেয়েছে। সেই সঙ্গে পুরনো ক্ষত নিয়েও কথা বলেন তিনি। আঙুল তোলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার দিকে।