অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আমি ভালো থাকতে পারি না

আইকোনিক ফোকাস ডেস্কঃ বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। সেই কষ্টে সিনেমা ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন। অপমানের বদলা নিতে আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। আরটিভি নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন হিরো আলম।

তিনি বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের সময় এফডিসিতে নিপুণ আপুর জন্য ভোট চাইতে গিয়েছিলাম। সে সময় কয়েকজন আমাকে অপমান করেছে। তখন খুব কষ্ট লেগেছে। কিন্তু আমার কাছের কয়েকজন তখন পরার্মশ দিয়েছিল, অপেক্ষা করো প্রতিবাদের সময় আসবে। সেই অপমানের ক্ষোভ আমার এখনও আছে, আর তাই এবার প্রযোজক সমিতির নির্বাচনে সদস্য পদে দাঁড়াব।’

হিরো আলম যোগ করেন, ‘শুনেছি, এবারের নির্বাচনে দুটি প্যানেল হবে। এখনও আমি দুই প্যানেলের কারো সঙ্গে কথা বলিনি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। আমি বিশ্বাস করি, স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।’

সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল মুখ বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আমি আসলে ভালো থাকতে পারব না। নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই।

Leave a Reply

Translate »