আইকোনিক ফোকাস ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক তিনজন তারকা শিল্পীর নামে প্রতারণার মামলা করেছেন। তাদেরই একজন রাফিয়াত রশিদ মিথিলা। গত ৪ ডিসেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করেন সেই গ্রাহক।
দুই মাস পর আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত মিথিলার জামিন মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিথিলার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। সে সময় মিথিলা আদালতে উপস্থিত ছিলেন। হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ (৩ ফেব্রুয়ারি) তিনি
আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন।প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন।