অবশেষে পাঁচ বছর পরে মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’

আইকোনিক ফোকাস ডেস্কঃ অবশেষে মুক্তি পাচ্ছে নির্মাতা প্রসূন রহমানের সিনেমা ‘ঢাকা ড্রিম’। শুক্রবার (২২ অক্টোবর) ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেমা হলে দেখা যাবে। চলচ্চিত্রটি ২০১৬ সালে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর গল্পটা ঢাকায় আসা বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে।

 

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে প্রসূন রহমান বলেন, ‘আমরা আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে ‍মুক্তি দিচ্ছি। তবে কিছু সিঙ্গেল স্ক্রিনের কথাও আমাদের পরিকল্পনায় আছে। দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়ানো হবে বলে আশা করছি।

 

এগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।

Leave a Reply

Translate »