অবশেষে দেশে এসে পৌঁছেছে জাতীয় নারী ক্রিকেট দল

আইকোনিক ফোকাস ডেস্কঃ অবশেষে দেশে এসে পৌঁছেছে জাতীয় নারী ক্রিকেট দল। বুধবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকায় এসে পৌঁছায় নিগার সুলতানা জ্যোতিরা। প্রায় তিনদিনের লম্বা ভ্রমণ শেষে তারা দেশে ফিরেছেন। বিষয়টি জানিয়েছেন বিসিবি নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তাদের দেশে ফেরা অনিশ্চয়তায় পড়েছিল। তবে দেশে ফিরলেও বাড়ি ফিরতে পারবেন না দলের কেউই। একটি পাঁচতারকা হোটেলে বাধ্যতামূলক ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো দলকে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিজেদের মিশন শুরু করে বাংলাদেশ। এর পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারায় তারা। পরের ম্যাচে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় লেডি টাইগাররা। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার আগেই করোনায় বাতিল হয়ে যায় বাছাই পর্ব। উল্লেখ্য, আগামী বছর নিউজিল্যান্ডে বসবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

Leave a Reply

Translate »