অবশেষে জরিমানা দিতে হলো শহীদ আফ্রিদিকে

আইকোনিক ফোকাস ডেস্কঃ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মানেই গতির ছড়াছড়ি। স্পিনার হয়েও ১৩৪ গতিতে বোলিং করার রেকর্ড রয়েছে এই ক্রিকেটারের; যা একজন পেসারের গতির সমান। ব্যাট হাতে ঝড় তোলা আফ্রিদি তো দ্রুততম শতক কিংবা ফিফটির মালিক ছিলেন লম্বা সময়।

এ ছাড়াও প্রবল গতিতে ব্যাট সুইংয়ের কারণে বিশাল বিশাল ছয়ের মালিকও ছিলেন তিনি। সেই আফ্রিদি এবার হাইওয়েতে গতির ঝড় তুলেছেন। তবে গতিসীমা ভাঙায় জরিমানার শিকার হতে হয়েছে পাকিস্তানি সাবেক এই ক্রিকেটারকে। তবে গতিসীমা ভেঙে জরিমানা দিয়েও ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিসীমার দাবি জানিয়েছেন আফ্রিদি।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির বরাতে জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) ব্যক্তিগত গাড়িতে লাহোর থেকে করাচি ফেরার পথে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে নিয়মভঙ্গ করেন এই তারকা। আইন ভাঙ্গায় ৪২ বছর বয়সী এই পাকিস্তানিকে জরিমানা করেন দেশটির জাতীয় হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ। নিয়ম ভাঙায় আফ্রিদিকে ১৫০০ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। এসময় নিজের ভুল স্বীকার করে নেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।

Leave a Reply

Translate »