আইকোনিক ফোকাস ডেস্কঃ টালিউডের তারকা অভিনেতা ও তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। গরু পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে আইনি নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতোমধ্যে এই অভিনেতাকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
গেলো মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন দেব। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে দেব বলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার বক্তব্য জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।’
সূত্রের খবর- গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে সমস্ত সাক্ষীদের জেরা করেছিল, তাদের বয়ানেই উঠে এসেছে দেবের নাম।
এই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের আগে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্তা ও কিছু ইনস্পেক্টরকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। গরু পাচারের লভ্যাংশের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ স্পষ্ট হয়েছে বলেও সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে। তবে গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হককে চেনেন না বলে জানিয়েছেন দেব।