আইকোনিক ফোকাস ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এইচ আর হাবিব পরিচালিত সিনেমা ‘ছিটমহল’। আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে পাঁচটি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।






নির্মাতা বলেন, করোনার কারণেই ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হলো। এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দেব বলে। আশা করি কেউ নিরাশ হবেন না। তাই বলব, হলে আসুন সিনেমাটি দেখুন।






সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য পরিচালকের নিজের। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান।