আইকোনিক ফোকাস ডেস্ক: গত ২৩ সেপ্টেম্বর ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও অনেকগুলো প্রেক্ষাগৃহে চলছে ছবি দুটো। এবার দেশের গণ্ডি পেরিয়ে ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
সুন্দরবনে র্যাবের দুর্ধর্ষ অভিযানের গল্পে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ আগামী ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনি শহরে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ক্রেজি টিকিটস ও পথ প্রোডাকশনের আয়োজনে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।
দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া,শতাব্দী ওয়াদুদ, মনোজ, দর্শনা বণিক, প্রামাণিক প্রমুখ। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত সিনেমাটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে দেশের ৪৫টি সিনেমা হলে।
অন্যদিকে ‘বিউটি সার্কাস’ ৯ অক্টোবর মুক্তি পাবে অস্ট্রেলিয়ায়। জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমন, তৌকীর আহমেদ অভিনীত ছবিটি দেশটির সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ, ব্রিসবেন ও ক্যানবেরার কয়েকটি প্রেক্ষাগৃহে কিছুসংখ্যক শো চলবে। বাংলার সার্কাসশিল্পকে ঘিরে এক রোমাঞ্চকর ঐতিহাসিক প্রতিশোধের গল্প ‘বিউটি সার্কাস’। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।