আইকোনিক ফোকাস ডেস্কঃ চলচ্চিত্রপাড়ায় বইছে নির্বাচনের হাওয়া। শিল্পীরা নিয়মিত এফডিসিতে আসছেন। শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে এবারের প্রার্থীরাও ভোট চাইছেন। তবে নির্বাচনের বিষয়ে নীরব ছিলেন অনন্ত জলিল। প্রশ্ন উঠেছে- তিনি কোন প্যানেলের সমর্থক?
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন।
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি। সবাইকে ধন্যবাদ।