অজিদের পেসে সর্ষেফুল দেখছে ভারত

অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ভারতকে নাড়িয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্ক। কম যাননি স্কট বোল্যান্ড-প্যাট কামিন্সরাও। এবার দ্বিতীয় ইনিংসেও অজি পেসারদের তোপের মুখে চোখে সর্ষেফুল দেখছে সফরকারীরা।

১ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া এদিন মূলত ট্র্যাভিস হেডের পিঠে চড়ে এগিয়েছে। ভারতকে পেয়ে আরও একবার জ্বলে উঠেছেন এই অজি ব্যাটার, ১৪১ বলে ১৭ চার আর ৪ ছক্কায় করেছেন ১৪০ রান। ৬৪ রান এসেছে মারনাস লাবুশেনের ব্যাটে।

দলের অন্য ব্যাটাররা খুব একটা জ্বলে উঠতে না পারায় শেষ পর্যন্ত ৩৩৭ রানে থামে অস্ট্রেলিয়া। তবে ভারত নিজেদের প্রথম ইনিংসে মোটে ১৮০ রানে গুটিয়ে যাওয়ায় ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।

ভারতের পক্ষে সমান চারটি করে উইকেট পান দুই পেসার জশপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও প্রথম ইনিংসের মতোই বিপদে পড়েছে ভারত। দলীয় ১২ রানে কেএল রাহুলকে (৭) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে শুরুটা করেন কামিন্স। পরে অধিনায়ক রোহিত শর্মার (৬) উইকেটও এই পেসারের ঝুলিতে গেছে।

যশস্বী জয়সোয়াল (২৪) এবং বিরাট কোহলিকে (১১) সাজঘরের পথ চিনিয়েছেন বোল্যান্ড। আর দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত স্টার্কের একমাত্র শিকার শুবমান গিল। দ্রুতলয়ে ৩০ বলে তিন চারে ২৮ রান করলেও স্টার্কের গতির সামনে স্টাম্প বাঁচাতে পারেননি তিনি।

দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ২৯ রানে পিছিয়ে তারা।

Leave a Reply

Translate »