৩ নভেম্বরের মধ্যে অপারেটিংসিস্টেম আপডেট না করলেবড় ধরনের ঝুঁকির মুখে পরবেন আইফোন ৫ব্যবহারকারীরা। কারন এ মডেলের আইফোনের কার্যক্রম অচল হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট সংযোগও। তাই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে আইফোন ৫ ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অপারেটিং সিস্টেম আপডেট করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি ও ইন্ডিয়া টুডে।
অ্যাপলের বিবৃতিতে বলা হয়েছে, আইফোন ৫ ব্যবহারকারীদের মধ্যে যারা
এখন পর্যন্ত আইওএস ১০.৩.৪ ভার্সন ডাউনলোড করেনি, তাদের শেষবারের মতো সতর্ক করা হচ্ছে ৩ নভেম্বরের মধ্যরাতের মধ্যে তাদের আইওএস ১০.৩.৪ ভার্সন ডাউনলোড করতে হবে। এর মধ্য দিয়ে অ্যাপ স্টোর, ই-মেইল, ওয়েব ব্রাউজিং এবং স্টোরেজ সার্ভিসআই ক্লাউড স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।
আইফোন ৫ এর মতো পুরনো মডেলের ব্যবহারকারীদের তাদের ফোন হালনাগাদ সফটওয়্যার এবং নির্ভুল জিপিএসলোকেশন দিয়ে আপডেট করতে অ্যাপলের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, আইফোন ৫ মডেলেরহ্যান্ডসেট আপডেটের জন্য আইওএস ১০.৩.৪ ভার্সন সর্বাধুনিক অপারেটিং সিস্টেমই নয়, বরং এটা এ মডেলের জন্য সবচেয়ে হালনাগাদ সেবা এবং আইওএস আপডেট অবশ্যই ৩ নভেম্বরের মধ্যরাতের মধ্যেই করতে হবে।
বেশ কিছুদিন ধরে আইফোন ৫সহ পুরনো মডেলের ব্যবহারকারীদের হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্যবার্তা পাঠিয়ে সতর্ক করে আসছিল অ্যাপল। বার্তায় বলা হয়েছে, ওয়্যারলেস নেটওয়ার্ক কিংবা কম্পিউটার ব্যবহার করেনির্ধারিত সময়ের মধ্যেই আইওএস হালনাগাদ করে নেয়া সম্ভব হবে। এজন্য ব্যবহারকারীদের আইফোনের সেটিংঅপশনে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করতে হবে। এর পর অ্যাবাউট অপশনে ঢুকে আইওএস ভার্সন লেখা পপআপেক্লিক করতে হবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে আইওএস ১০.৩.৪ ভার্সন হালনাগাদ হয়ে যাবে। তবে হালনাগাদ হয়েছেকিনা, ব্যবহারকারীদের ফিরতি বার্তা যাচাই করতে পরামর্শ দিয়েছে অ্যাপল।
আইফোন ৫ ব্যবহারকারীদের মধ্যে যারা নির্ধারিত সময়ে আইওএস হালনাগাদ করবে না, তাদের হ্যান্ডসেটে অ্যাপস্টোর, ই-মেইল, ওয়েব ব্রাউজিং এবং স্টোরেজ সার্ভিস আই ক্লাউড সেবা বন্ধ হয়ে যেতে পারে। তারা জিপিএস সুবিধাব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়বে। এমনকি হালনাগাদ না হওয়া এসব হ্যান্ডসেটে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়েযাওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে শুধু আইফোন ৫ ব্যবহারকারীরাই নয়, বরং আইফোন ৪এস ছাড়াও কয়েকটি পুরনো মডেলের আইপ্যাডেও হালনাগাদ আইওএস ১০.৩.৪ ভার্সন ডাউনলোড করার পরামর্শ দিয়েছে অ্যাপল।তা না হলে এসব মডেলে কার্যকর জিপিএস সেবা পাওয়া যাবে না বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।ইন্টারনেট ব্রাউজিংয়েও সমস্যায় পড়বে তারা।তবে নতুন মডেলের আইফোন ব্যবহারকারীরা কোনো ধরনের সমস্যায় পড়বে না।
উল্লেখ্য, ২০১২ সালে আইফোন ৫ বাজারে আনে অ্যাপল।ওই বছরের ১২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ প্রজন্মের এ মডেলেরআইফোনের প্রি-বুকিং নেয়া শুরু করে প্রতিষ্ঠানটি।২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে ২০ লাখ ইউনিট প্রি-বুকিং আসে। ২১সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয় আইফোন ৫। পরবর্তীতে এ সিরিজের আইফোন ৫এস, আইফোন ৫সি বাজারে আনে অ্যাপল। অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবসের হাত ধরে উন্নয়ন হওয়া আইফোনের এটাই সর্বশেষ মডেল।তবে সাত বছরের ব্যবধানে আইফোন ৫ সিরিজের হ্যান্ডসেটগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে হালনাগাদ সংস্করণ আইফোন ১১ বাজারে এনেছে অ্যাপল।