Bangladeshi Entertainment Magazine

সড়ক দুর্ঘটনায় শাবানা আজমি গুরুতর আহত

0 1

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। মুম্বাই-পুণের মাঝ রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী।মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে নিশ্চিত ভাবে তথ্য পায়নি পুলিশ।

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি টোল প্লাজার সামনে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের সঙ্গে শাবানার গাড়ির সংঘর্ষ হয়। গাড়িতে শাবানা আজমির পাশাপাশি তাঁর স্বামী জাভেদ আখতারও ছিলেন। তবে জাভেদ আখতার এই দুর্ঘটনায় বিশেষ জখম হননি। শাবানা আজমিকে নিয়ে মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

ছবিতে দেখা যাচ্ছে, শাবানা আজমির গাড়িতে ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ট্রাকটির সঙ্গে শাবানার গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, নাকি তাঁদের গাড়ি পিছন থেকে এসে ট্রাকটিকে ধাক্কা মারে, তা এখনও স্পষ্ট নয়।

Comments
Loading...