Bangladeshi Entertainment Magazine

শিরোপা জয়ের স্বপ্ন ভাঙছে বার্সেলোনার

0 96

আইকোনিক ফোকাস ডেস্কঃ লা লিগার শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রানাদার বিপক্ষে হেরে জয়ের স্বপ্নটা ভাঙতে বসেছে বার্সেলোনার। গতকাল বৃহস্পতিবার রাতের ম্যাচে ১-২ গোলে হেরে গেছে মেসির বার্সা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ম্যাচের শুরুটা অবশ্য ভালো করে মেসির বার্সা। ২৩তম মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের পাসে গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন মেসি। লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রেখে খেলছিলেন মেসিরা। তবে ম্যাচের ৬৩তম মিনিটে গোল করে গ্রানাদাকে সমতায় ফেরান ডারউইন ম্যাচিস। আর ম্যাচের ৭৯তম মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন জর্জ মলিনা।

ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বার্সা। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শীর্ষরা।

এই হারের ফলে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল, ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Comments
Loading...