Bangladeshi Entertainment Magazine

শাকিব নাই অন্যদিকে অপুও নাই বেপারটা কি

0 358

আইকোনিক ফোকাস ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের চলচ্চিত্র অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিয়েছিলেন ঢালিউডের দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। কিন্তু দুজনের কারও চিত্রনাট্যই অনুদান পায়নি।

অপু বিশ্বাসের ছবিটির নাম ছিল ‘প্রতিবাদী’ আর শাকিব খানের ছবির নাম ছিল ‘প্রিয়তমা’। অপু জয় চলচ্চিত্র’র ব্যানারে জমা দেওয়া হয়েছিল।অন্যদিকে শাকিবের এসকে ফিল্মসের ব্যানারে জমা পড়ে।

 

এবারই প্রথম অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিয়েছিলেন তাঁরা। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিয়েছিলাম, পাইনি। এটি কোনো ব্যাপার না। অন্য সহকর্মীরা তো পেয়েছেন। এতেই খুশি। সবাই তো আর পাবে না। আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি, সবাই মিলে যেন কাজ করে যেতে পারি, সেটাই আমার চাওয়া।

 

শাকিব খান 

অন্যদিকে  কয়েকবার চেষ্টা করেও শাকিব খানকে ফোনে পাওয়া যায়নি। তবে ‘প্রিয়তমা’ ছবিটি নিজের প্রযোজনায় নির্মাণ করবেন বলে জানা গেছে। আগামী জুলাই মাস থেকে ছবিটির শুটিং শুরুর সম্ভাবনা আছে। এই ছবিটিতে শাকিব খান নিজেই অভিনয় করবেন বলে জানা গেছেন।

 

Comments
Loading...