Bangladeshi Entertainment Magazine

ভক্তের উপর বেজায় চটলেন সারা

0 53

নিউ ইয়র্ক থেকে ছুটি কাটিয়ে মুম্বই এয়ারপোর্টে ফিরতেই ভক্তদের ঢল নামে সারা আলি খান এর সাথে সেলফি তুলতে। আর তখনই এক ভক্তের অভদ্র আচরণের সম্মুখীন হতে হল সারাকে। আর তাতেই বেজায় চটলেন অভিনেত্রী।

পথে ঘাটে অনুরাগীদের সেলফির আবদার কখনও ফেরান না সারা। সে দিনও এয়ারপোর্ট থেকে বেরোতেই একের পর এক আসতে থাকে সেলফির আবদার। এরই মধ্যে এক জন হঠাৎই সারার কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে গেলেই ছিটকে সরে যান অভিনেত্রী। উত্তেজিত সারাকে বলতে শোনা যায়, ‘আপ টাচ কিউ কর রহে হো!’ যদিও এর পরেও সেই ভক্তের সঙ্গে দূরত্ব বজায় রেখে সেলফি তোলেন সারা।

গোটা ঘটনাটি ভিডিয়ো বন্দী হয়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। নেটে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সারা ফ্যানেরা সেই ভক্তের সমালোচনায় সরব হন।  সেলফি তোলার অছিলায় তিনি যে শালীনতার মাত্রা লঙ্ঘন করে ফেলেছেন সে কথাও বলছেন নেটিজেনদের একাংশ। সুত্রঃ আনন্দবাজার

Comments
Loading...