Bangladeshi Entertainment Magazine

নাইটক্লাবের পার্টিতে বেঁচে গেলেন মেসি এই যাত্রায়

0 5

সেখানে তার সঙ্গে যোগ দিয়েছেন সতীর্থ লুইস সুয়ারেজ, জরদি আলবা ও সেসে ফাবরিগেজ। নতুন মৌসুমে বার্সেলোনা শিবিরে যোগ দেয়ার আগে ছুটির দিনগুলো বেশ ভালোভাবেই কাটাচ্ছেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। বর্তমানে তিনি অবস্থান করছেন স্পেনের উশুইয়া ইবিজা বিচ হোটেলে।

সেই হোটেলেরই একটি নাইটক্লাবের পার্টিতে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও সতীর্থদের স্ত্রী বান্ধবীদের সঙ্গে নাচে গানে মজে ছিলেন মেসি। তবে হঠাৎ তাদের সেই পার্টিতে বিপত্তি বাধে যখন মদ্যপ এক ব্যক্তি মেসির দিকে তেড়ে আসেন। এমন পরিস্থিতিতে নাচ গান ফেলে ক্লাব থেকে দ্রুত বের হয়ে যান মেসি।

সেই মুহূর্তের একটি ভিডিও এখন ভাসছে টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে। ভিডিওটিতে দেখা যায় মেসি তার সঙ্গী সাথীদের সঙ্গে হৈহুল্লুড়ে মজে রয়েছেন। তার সেই পার্টিতে বাদ সাধে ছোটখাটো এক গোলমাল। হঠাৎ করেই মদ খেয়ে টালমাটাল হওয়া এক ব্যক্তি মেসির দিকে এগিয়ে আসছেন তাকে মারার জন্য। এমন পরিস্থিতিতে পরে হকচকিয়ে যান মেসি। ওই ব্যক্তিকে আটকিয়ে তখন দ্রুত মেসিকে পাহারা দিয়ে পার্টি থেকে বের করে নিয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা।

তবে আশার কথা ওই ব্যক্তি মেসিকে কোনো প্রকার আঘাত করতে পারেনি। চোট ছাড়াই পার্টি থেকে বের হয়ে যেতে সমর্থ হোন তিনি।

Comments
Loading...