Bangladeshi Entertainment Magazine

খোলামেলা পোশাকে বাবার সঙ্গে ছবি তোলায় সমালোচনার শিকার সোনম কাপুর

0 1

কালো রঙের গাউন পরে মালাং-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বাবার অনিল কাপুরের সঙ্গে হাজির হন সোনম কাপুর।সোনমের ওই পোশাক দেখেই জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। বাবার সামনে কীভাবে সোনম ওই ধরনের পোশাক পরলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

খোলামেলা পোশাক পরে বাবা অনিল কাপুরের সঙ্গে ছবি তোলায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

কেউ কেউ আবার সোনমকে লাজলজ্জাহীন বলেও কটাক্ষ করতে শুরু করেন। পাশাপাশি এই ধরনের পোশাক পরে বাবার পাশে দাঁড়াতে সোনমের এতটুকুও লজ্জা করল না বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে। ‘নিজের বাবার সামনে কীভাবে এমন পোশাক পর, লজ্জা করে না’।

যদিও শত সমালোচনার মাঝে দাঁড়িয়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সোনম কাপুর।তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন বলিউডের এই অভিনেত্রী।

বলিউড তারকাদের ট্রলের শিকার হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পোশাক নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

Comments
Loading...