কলকাতার জনপ্রিয় তারকা অভিনেত্রী অপরাজিতা আঢ্য করোনা পজেটিভ। শুধু তিনি নন তার পরিবারেও হানা দিয়েছে এই মহামারি করোনা। শাশুড়িসহ একাধিক আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারকে এই অভিনেত্রী বলেছেন, আমি এখন ঠিক আছি। বেশ কিছু দিন আগে আমার হিমোগ্লোবিন হঠাৎ করে কমে যায়। তবে জ্বর ছিলনা কখনই। প্রথমে বুঝতেই পারিনি যে আমার করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল তো। এখন ভাল আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন।’
আপাতত বাড়িতেই স্বেচ্ছাবন্দি অপরাজিতা এবং তার বাড়ির আক্রান্তেরা। ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছেন সব রকমের শ্যুটিং।
এই মুহূর্তে অপরাজিতা স্টার জলসার দুটো রিয়্যালিটি শো উইন্ডোজ প্রোডাকশনের ‘রান্নাবান্না’ আর যিশু সেনগুপ্ত প্রোডাকশনের ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র সঙ্গে যুক্ত। প্রথম শো-এ তার সঙ্গে রয়েছে শিশু শিল্পী রক্তিম সামন্ত। দ্বিতীয়টিতে রজতাভ দত্ত, অঙ্কুশ হাজরার সঙ্গে তিনিও বিচারকের আসনে।