Bangladeshi Entertainment Magazine

আরও এক অভিনেতার আত্মহত্যা

93

বি-টাউনে যেন আত্মহত্যা পিছু ছাড়ছে না। এক আত্মহত্যার শোক কাঁটিয়ে না উঠতে আবারো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিটে আত্মহত্যার দুঃসংবাদ। এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গৌড়া আত্মহত্যা করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। কর্নাটকের মন্দ্যা জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন তিনি। তবে ঠিক কী কারণে অভিনেতা সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে ৷ কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি সালাগা।

সুশীলের ইনস্টাগ্রামে উঁকি দিলে বোঝা যায়, জিম ও সাঁতার ছিল তার হবি ৷ নিজেকে ফিট রাখতেই পছন্দ করতেন তিনি। সব সময় পজিটিভ থাকার কথা যিনি বলতেন, তিনি এভাবে নিজের পরিণতি ডেকে নিলেন? এখনো সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটেনি। এখনও ভক্তদের মনে হাজার প্রশ্ন অভিনেতার মৃত্যু নিয়ে।

অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশীল গৌড়া। তার সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠাণ্ডা মাথার, মেজাজ হারাত না কোনোদিনই। এত তাড়াতাড়ি ও চলে গেল শুনে আমি মর্মাহত।’

উল্লেখ্য, গত ১৪ জুন বলিউডের আরেক জনপ্রিয় হিরো সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। খবরে বলা হয়েছিল, বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তার জেরে আত্মহত্যা কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি তদন্ত কর্মকর্তারা।

Comments
Loading...